• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত : মুন

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার এমনটাই দাবি করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। খবর রয়টার্স।

গত শুক্রবার পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে দুই কোরিয়া। এতে অধিকাংশ কৃতিত্ব ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক চাপে পরমাণু নিরস্ত্রীকরণের পথে হেঁটেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এছাড়া নিজ দেশের সব পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন কিম।

প্রায় সাড়ে পাঁচ দশক আগে শেষ হওয়া কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসানে চলতি বছরই শান্তি চুক্তি করার বিষয়েও একমত হয়েছেন দুই দেশ। দুই কোরিয়ার প্রেসিডেন্টের এই সাক্ষাত পর্ব শুধু দুই দেশের কাছে নয় বিশ্বের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, প্রতিবেশী এ দেশের মাটিতে পা রেখে হাঁটার সময় তিনি ‘আবেগাপ্লুত’ হয়ে পড়েছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ৬ জন মিলে কিশোরীর জামা টেনে খোলার ভিডিও ভাইরাল (ভিডিও)
--------------------------------------------------------

তিনি আরও বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দুই কোরিয়ার ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

উল্লেখ্য, চলতি বছরের জুনের প্রথম দিকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে কিমের। তার আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে দিতে চেয়েছেন কিম।

সম্প্রতি চিন সফরে কিম জানিয়েছিলেন, পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাঁটবেন তিনি। কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে প্রথম সংশয় প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু কিম বলেন, মে মাসেই পরমাণু পরীক্ষাগার বন্ধ করে দেবেন। তদন্ত করে দেখার জন্য অনুমতিও দেয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞসহ সাংবাদিকদেরও।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাবি, দুই কোরিয়ার এই মিলনে অধিকাংশ কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের সহযোগিতায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। তাই তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া উচিত।

আরও পড়ুন :

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
X
Fresh