• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে সশস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ এপ্রিল ২০১৮, ১৪:১০

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তি হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ এপ্রিল) সকালে হামলাকারী ওই ব্যক্তি ইরানের কনস্যুলেটের জানালার কাঁচসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

যুক্তরাষ্ট্রে ইরানের কোনো দূতাবাস নেই। এ কারণে ওয়াশিংটনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভেতরে স্থাপিত দপ্তরে ইরানিদের কনস্যুলেট সুবিধা দেয়া হয়। এ দপ্তর যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ইরানি নাগরিকদের কনস্যুলেট সুবিধা দিলেও কোনোরকম রাজনৈতিক তৎপরতা চালায় না। খবর প্রেসটিভি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি ইরানের সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার পাশাপাশি দপ্তরের একজন কর্মীর ওপর হামলা চালায়। ওই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

পরে ওই হামলার জন্য আলিরেজা ফখর নামে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। ওই হামলাকারী টেক্সাস অঙ্গরাজ্যের সেন অ্যান্টোনিওর বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১৪ অক্টোবর একটি সহিংস গোষ্ঠীর সমর্থকরা ওয়াশিংটনে ইরানের কনস্যুলেটে হামলা করেছিল।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সশস্ত্র হামলা, আটক ১১
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
এবার ১০০ হাউজ অব ডেলিগেটসের সম্মাননা পেল ডব্লিউইউএসটি
X
Fresh