• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

শতভাগ আসনেই জিতব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ এপ্রিল ২০১৮, ১৭:৪৬

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল শতভাগ আসন জিতবে। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেলে এমনটা বললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের সব অভিযোগকে সংবাদ মাধ্যমের কুৎসা বলে উড়িয়ে দিলেন তিনি। খবর পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার।

মমতা বলেন, তৃণমূলকে হারাতে হাজার চক্রান্ত করেও কেউ কিছু করতে পারবে না। তৃণমূল একশ’ শতাংশ আসন জিতবে। পঞ্চায়েতে উত্তাল সবুজ ঝড় হবে।

তিনি আরও বলেন, এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল না জিতলে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবে না মানুষ। কারণ অন্য কেউ ক্ষমতায় এলে তারা কথা নাও শুনতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু আসারামের যাবজ্জীবন
--------------------------------------------------------

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা রাজধর্ম পালন করেছি বলেই বিরোধীরা ৯৬ হাজার মনোনয়ন জমা দিতে পেরেছে। মোট মনোনয়ন জমা পড়েছে ২ লাখ।

সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, সাংবাদমাধ্যমগুলোতে মিথ্যা খবর দেখানো হচ্ছে, মিথ্যা কথা লেখা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা এবং এবিপি আনন্দ পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধে এই কাজ করছে। টাকা দিয়ে এবিপিকে বিজেপি কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
টস জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh