• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

এক ব্যক্তির মুখে দুই ব্যক্তির মুখ প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ এপ্রিল ২০১৮, ১১:০৫

জেরোম হ্যামন। ৪৩ বছরের এই প্যারিস নাগরিকের দু’বার মুখমণ্ডল প্রতিস্থাপনের অপারেশন করেছেন চিকিৎসকেরা। যা বিশ্বে প্রথমবার। জেরোম হ্যামন মুখমণ্ডল প্রথমবার প্রতিস্থাপন করা হয়েছিল ২০১০ সালে। দ্বিতীয়টি করা হয় ২০১৭ সালে। প্রথম অপারেশন সফল হলেও ২০১৫ সালে ঠাণ্ডা লেগে তার সংক্রমণ হবার পর তাকে এন্টিবায়োটিক দেয়া হয়। কিন্তু তার প্রতিস্থাপিত মুখমণ্ডল সেই এন্টিবায়োটিক গ্রহণ করতে না পারায় দেখা দেয় নানান জটিলতা। খবর ডেইলি মেইল, বিবিসি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ধর্ষণ-বিরোধী কার্টুন এঁকে হুমকির মুখে নারী সাংবাদিক
--------------------------------------------------------

জটিলতার প্রথম লক্ষণ দেখা দেয় ২০১৬ সালে। আর ২০১৭ সালের নভেম্বরে তার প্রতিস্থাপিত মুখে নেক্রোসিস দেখা দেয়। প্রতিস্থাপিত মুখের টিস্যুগুলো মরে যেতে থাকে। যার কারণে বাধ্য হয়ে তার সেই বসিয়ে দেয়া মুখটিকে কেটে বাদ দিতে হয়। তারপর শুরু হয় তার মুখে নতুন করে বসানোর জন্য নতুন আরেকটি মুখের সন্ধান।

কিন্তু এমন দাতা পাওয়া যাচ্ছিল না যার মুখমণ্ডল জেরোমের শরীর মানিয়ে যাবে। এই দু'মাস সময় জেরোমকে মুখমণ্ডল-বিহীন অবস্থায় জর্জ পম্পিডু হাসপাতালের কক্ষে থাকতে হয়।

এই সময়টা তার কোনো মুখ ছিল না। তিনি কিছু দেখতে পেতেন না। আর পারতেন না কিছু শুনতেও। এমনকি কথাও বলতে পারতেন না।

এ অবস্থা চলে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত। জানুয়ারিতেই মিলে যায় একজন দাতার সন্ধান। দ্বিতীয় বারের মতো তার মুখমণ্ডল আবার প্রতিস্থাপন করা হয়।

পর পর দু'বার মুখমণ্ডল প্রতিস্থাপনের অপারেশন হয়েছে পৃথিবীতে এমন একমাত্র ব্যক্তি হচ্ছেন জেরোম হ্যামন।

ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো তার নাম দিয়েছে, তিন মুখ বিশিষ্ট ব্যক্তি।

এখনও জেরোম হ্যামনের নতুন মুখটি মসৃণ হয়ে উঠেনি। ঠিকঠাক মতো তিনি নিজের মুখ নড়াচড়াও করতে পারে না।

তিনি এখনও হাসপাতালে। হাসপাতাল থেকেই এক সাক্ষাতকারে জেরোম হ্যামন ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে জানান, আমি আশাবাদী ভালোভাবেই সেরে উঠবো।

তিনি আরও বলেন, আমার বয়স ৪৩ বছর হলেও আমাকে যিনি মুখ দিয়েছেন তার বয়স ছিল ২২। তাই আমার বয়সও এখন ২২।

অপারেশনটি করেছেন অধ্যাপক লরাঁ লাঁতিয়েরি। তিনি বলেন, দুইবার মুখ প্রতিস্থাপনের বিষয়টি এখন আর গবেষণার ব্যাপার নয়। বাস্তবে এটা সম্ভব।

তিনি আরও বলেন, জেরোম হ্যামন আসলেই সাহসী।

উল্লেখ্য, উত্তর ফ্রান্সেই প্রথম মুখমণ্ডল প্রতিস্থাপন অপারেশন হয়েছিল ২০০৫ সালে। এরপর বিশ্বের নানা দেশে প্রায় ৪০টি এমন অপারেশন হয়েছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের বাড়িতে প্রবেশ নিষেধ নিয়ে মুখ খুললেন অপু
নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নীলাঞ্জনা নীলা
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
নির্বাচনী প্রচারণায় সোহমকে হরলিক্স উপহার
X
Fresh