• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় দূতাবাসের অস্থায়ী কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল ২০১৮, ১৩:০১
ফাইল ছবি

নেপালের বিরাটনগরে অবস্থিত ভারতীয় দূতাবাসের কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তবে এ বিস্ফোরণে কনস্যুলেটের দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে বলে জানান তারা।

ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।

স্থানীয় মোরংগ থানার এসপি অরুণ কুমার বিসি জানান, বোমা বিস্ফোরণটি গতকাল রাতে খোলা জায়গায় হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফিলিপাইনে ১১ বাংলাদেশি চোরাচালানকারী আটক
--------------------------------------------------------

ঘটনার তদন্তকারী কর্মকর্তারা সন্দেহ করছেন স্থানীয় রাজনৈতিক দলের ক্যাডাররা এই বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে। গতকাল স্থানীয় এক রাজনৈতিক দল বিরাটনগরে অবরোধের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় হামলাটি হতে পারে বলে তাদের ধারণা।

বিরাটনগর নেপালের শিল্প রাজধানী বলে পরিচিত এবং ভারতের বিহারের সীমান্ত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে।

উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত। কার্যালয়টিতে এখনও কার্যক্রম চালু আছে।

আরও পড়ুন :

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের দল ঘোষণা করলো কানাডা, ওমান ও নেপাল
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
X
Fresh