• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সংস্কৃতি বাংলাদেশ-ভারতকে এক সূত্রে গেঁথেছে: সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ এপ্রিল ২০১৮, ১৫:৩৭

শিল্প, সংস্কৃতি ও সঙ্গীতের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের ভ্রাতৃত্ব বন্ধন সমৃদ্ধ হয়েছে। বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শনিবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে রিভা গাঙ্গুলী দাস এ কথা বলেন। খবর ইউএনবির।

সুষমা স্বরাজের বার্তা বয়ে আনা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) মহাপরিচালক রিভা গাঙ্গুলী বলেন, আমরা একে অপরের সফলতা এবং কৃতিত্বের আনন্দ ভাগাভাগি ও সমর্থন করি।

--------------------------------------------------------
আরও পড়ুন : রয়েল বেঙ্গলটি কেন জীবিত ধরা গেলো না, তদন্ত কমিটি
--------------------------------------------------------

অতিথিদের স্বাগত জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। অনুষ্ঠানে তিনি বলেন, পয়লা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে রঙিন ও বড় উৎসব।

বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরো পারফর্ম করেছেন। এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন শরীফ মো. সজিব, বর্ণা বৃষ্টি বাণ্টি, মৃত্তিকা রহমান সূচনা, মো. এমদাদুল হক, নাফিসা ফারিহা সাদাত প্রমী, হৃদিকা শাহরুজ সাবা মোহাম্মদ, রুহুল আমিন বাবু ও প্রতীক দেব প্রমুখ।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ এপ্রিল)
বিকেলে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
X
Fresh