• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

চীনে ১০ লাখ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সাজা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৬, ১২:৫৬

ঘুষ নেয়া এবং স্বজনপ্রীতিসহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগে গেলো তিন বছরে ১০ লাখ সরকারি কর্মকর্তাকে সাজা দিয়েছে চীন। সাজাপ্রাপ্তদের মধ্যে নিম্নপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন।

অভিযুক্ত ৪০৯ পলাতক কর্মকর্তাকে আটকও করা হয়েছে। তবে তাদের নাম

চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের আগে এ তথ্য প্রকাশ করা হয়। দুর্নীতিবিরোধী এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই।

তবে অনেকেই বলছে, শি জিনপিং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই অভিযানকে ব্যবহার করছেন। শি অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

বেইজিংয়ে বিবিসির সংবাদদাতা বলছেন, কমিউনিস্ট পার্টির বৈঠকে দলের নিয়মকানুনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। আর এসব পরিবর্তনের ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরো বেড়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh