• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ার সংকট নিয়ে ফোনে কথা বললেন এরদোগান-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৬:২৯

সিরিয়ার সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার রাতে তাদের মধ্যে এ আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স, আল-আরাবিয়া।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র জানায়, এরদোগান ও ট্রাম্প সিরিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

এদিকে হোয়াইট হাউসও পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : শেষ দিনের শুনানিতে যা বললেন জাকারবার্গ
--------------------------------------------------------

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সিরিয়ার চলমান সংকট নিয়ে দুই নেতা আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে তারা আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে রাজি হয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার জন্য ট্রাম্প রাশিয়াকে সতর্ক করার পর এই ফোনালাপটি হল।

এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানান, সিরিয়ার দিকে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছে রাশিয়া। তাহলে এবার প্রস্তুত থাকো। সিরিয়ার দিকে মিসাইল ধেয়ে আসছে। গ্যাস দিয়ে মানুষ হত্যা করা ‘জন্তুর’ সঙ্গে বন্ধুত্ব করা উচিত হয়নি তোমার।’

উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল মঙ্গলবার আল-মানার টিভিকে দেয়া সাক্ষাতকারে লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার জাসিপকিন বলেন, ‘সিরিয়ায় যদি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমরা ভূপাতিত করব। এমনকি যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানেও যথাযথ জবাব দেবো আমরা।’

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh