• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিউ ইয়র্কে হামলা চালাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ২৩:১৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে রাশিয়া রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। যুক্তরাজ্যে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা ও তার মেয়ের ওপর বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনাকে উল্লেখ করে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর সিএনএনের।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে নিকি হ্যালি বলেন, রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টায় ব্রিটেনের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ওই দুজনের ওপর সামরিক গ্রেডের নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে তাদের হত্যাচেষ্টার সঙ্গে রাশিয়া জড়িত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এমন ঘটনার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেয়া যায় তাহলে এটি শুধু সলসবেরিতে থেমে থাকবে না। রাসায়নিক অস্ত্রের এসব হামলা নিউ ইয়র্ক বা যে কোনো শহর বা যে কোনো দেশে ঘটতে পারে। নিরাপত্তা পরিষদে ব্রিটিশ উপরাষ্ট্রদূত জনাথন অ্যালেন রাশিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞার বিধান ভঙ্গ করার দায়েও অভিযুক্ত করেছেন।

রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া পক্ষত্যাগী গুপ্তচরের ওপর হামলায় মস্কোর সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রিটেনকে অভিযোগের ব্যাপারে ‘বস্তুগত প্রমাণ’ হাজির করার আহ্বান জানান। ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ার এলাকার একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়।

পক্ষত্যাগের পর সাবেক রুশ গুপ্তচর স্ক্রিপাল যুক্তরাজ্যে বসবাস করছেন। স্ক্রিপাল ও তার মেয়েকে নোভোচোক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেয়া হয়েছিল বলে মেডিকেল পরীক্ষায় জানা গেছে। ৭০ ও ৮০’র দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh