• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে: নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৯:৩০

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের BS211 ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

সোমবার বিমান বিধ্বস্তের পর সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় একথা জানান তিনি।

কেপি শর্মা অলি বলেন, এই কমিটি আহত যাত্রীদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবে। উদ্ধার কার্যক্রম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কিছুর ব্যবস্থা করবে সরকার।

এদিন বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিধ্বস্তের কথা জানার পর মন্ত্রিপরিষদ সভা স্থগিত করে ঘটনাস্থলে ছুটে যান প্রধানমন্ত্রী অলি।

সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের ওই বিমানবন্দরের অফিস থেকে দুর্ঘটনার বিবরণ এবং উদ্ধার কার্যক্রমের আপডেট সম্পর্কে জানতে চান তিনি।

এছাড়া দুর্ঘটনার পরপরই অবস্থা পর্যবেক্ষণ করতে এবং হতাহতদের খোঁজ-খবর নিতে বিমানবন্দরে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহদুর থাপা এবং প্রতিরক্ষমন্ত্রী ঈশ্বর পোখারেল।

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া এই BS211 ফ্লাইটে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।

নেপাল পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই শিশুসহ ৪৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
X
Fresh