• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মন্ত্রিপরিষদ সভা স্থগিত করে ঘটনাস্থলে নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৯:০৩

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস বাংলার বিমান বিধ্বস্তের কথা জানার পর মন্ত্রিপরিষদ সভা স্থগিত করে ঘটনাস্থলে ছুটে যান দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

এই দুর্ঘটনায় শোক জানিয়ে কর্তৃপক্ষকে দ্রুততার সঙ্গে এবং কার্যকরভাবে উদ্ধার কাজ শেষ করার সব ব্যবস্থা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী অলি।

এসময় সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের ওই বিমানবন্দরের অফিস থেকে ঘটনার বিবরণ এবং উদ্ধার কার্যক্রমের আপডেট সম্পর্কে জেনে নেন দেশটির প্রধানমন্ত্রী।

সোমবার বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া দুর্ঘটনার পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং হতাহতদের খোঁজখবর নিতে বিমানবন্দরে যান স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহদুর থাপা এবং প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল।

এদিন দুপুরে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া এই BS-211 ফ্লাইটে ৪ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।

নেপাল পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় দুই শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া ২৭ জন মারাত্মক আহত এবং ১০ জন নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে নিখোঁজ ১০ জনও মারা গেছেন।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে ভারত ও নেপালকে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ 
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
X
Fresh