• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কাঠমাণ্ডুতে ত্রিভুবন বিমানবন্দর বন্ধ, সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৬:৫৫

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটি বন্ধ ও সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই বিমানে ৬৭ যাত্রী ও ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সবকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর কাঠমান্ডু পোস্ট, দ্য হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমস জানায়, দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের নিজস্ব দমকলকর্মীসহ উদ্ধার কর্মীরা কাজ করছেন। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী।

নেপালের বিমান মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সিডিউলের অনেক প্লেন ত্রিভুবন অবতরণ করতে পারেনি। ওমান এয়ার, কাতার এয়ারওয়েজ এবং ফ্লাই দুবাই অন্যত্র অবতরণ করেছে।

তিনি আরও বলেন, ত্রিভুবনের সবকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভ, স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
এসএসসি পাসে চাকরি দেবে ইউএস-বাংলা, কাজ বিমানবন্দরে 
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ 
X
Fresh