• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের সাবেক রোহিঙ্গা এমপি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ ২০১৮, ২৩:৫১

মিয়ানমারের সাবেক রোহিঙ্গা এমপি(মেম্বার অব পার্লামেন্ট) অং জ্য উইনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গত বুধবার ব্যবসার কাজে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার সময় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে(আরসা) অর্থায়ন করায় অভিযুক্ত হয়েছেন তিনি।

বিমানবন্দরের পাশের মিঙ্গালাদোন পুলিশ স্টেশনে অং জ্য উইনকেকে রাখা হয়েছে। কিন্তু আটকের পর পাঁচদিন পেরিয়ে গেলেও তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি।

রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ন্যা স্যান লিউইন বলেন, এর মধ্য দিয়ে সরকার ও সেনাবাহিনী একটি বার্তা দিলো যে ইয়াঙ্গুনে বসবাসরত ও কর্মরত রোহিঙ্গারা হুমকির মুখে আছে। শুধু রাখাইনে বসবাসকারী নয়, পুরো রোহিঙ্গা সম্প্রদায়কে তারা ধ্বংস করতে চায়।

ধনকুবের অং জ্য উইন দেশটির ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তিনি ২০১৫ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের মুংডুর এমপি ছিলেন।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই অভিযানকে জাতিগত নিধনে পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।

রোববার যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে আইওএম
রোহিঙ্গাদের ফেরাতে আইওএমকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ওপারে মুহুর্মুহু বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
X
Fresh