• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

মাটি কীভাবে ঢাকবে হালার নিষ্পাপ চেহারা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ মার্চ ২০১৮, ১৮:১৪

সিরিয়ার রাজধানী দামেস্কের অবরুদ্ধ পূর্ব ঘৌতায় সরকারি বাহিনী ও তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া লাগাতার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা অব্যাহত রেখেছে। গত কয়েকদিনের বোমা হামলায় ইতোমধ্যেই আটশ’র বেশি মানুষ মারা গেছে।

শত শত নিরপরাধ মানুষ ও নিষ্পাপ শিশুদের লাশের সাথে এবার যুক্ত হয়েছে আলোচিত ধুসর নীল বর্ণের চোখের কিশোরী ‘হালা’।

গত শুক্রবার বিমান থেকে বোমা বর্ষণে নিহত হয় হালা। তার মৃত্যুর খবর ও ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইরান নিয়োগ দিচ্ছে আরও ৩ নারী রাষ্ট্রদূত
--------------------------------------------------------

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হালার জন্য কান্নার রোল উঠে। সবার প্রশ্ন কীভাবে সিরিয়ার মাটি তার নীল বর্ণের চোখকে ঢাকবে? অব্যাহত বোমা হামলায় পূর্ব ঘৌতা এখন এক গোরস্থানে পরিণত হয়েছে।

প্রতিদিন শত শত নিরপরাধ মানুষ ও নিষ্পাপ শিশুদের লাশে স্বজনের কান্নার রোল শুনতে পাচ্ছে বিশ্ব। হাজার হাজার আহতের আহাজারিতে দিক শূন্য হয়ে ছুটছে আপনজন। এ কেমন জুলুম আর নিষ্ঠুরতা, সন্তান মৃত্যুকে আলিঙ্গন করছে বাবা-মায়ের সামনে। আবার কখনো কখনো বাবা-মায়ের ক্ষত বিক্ষত দেহ বহন করতে হচ্ছে সন্তানকে।

হালার ধুসর নীল দুই চোখ আর হাসি মাখা উজ্জ্বল মুখচ্ছবি পৃথিবীর হৃদয়কেই যেন রক্তাক্ত করছে প্রতিনিয়ত। এরপর বাবার কোলে যখন সাদা কাফন মোড়ানো লাশের ছবি এলো, তা যেন গোটা মানব সত্যতাকে নির্বাক করে দিয়েছে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
X
Fresh