• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ব্যাংকের মতো করেই ভারতীয় ব্যাংকের অর্থ চুরি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৭

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে যেভাবে ৮১ মিলিয়ন ডলার চুরি করা হয়, সেভাবেই হ্যাকাররা ভারতের সিটি ইউনিয়ন ব্যাংক থেকে দুই মিলিয়ন ডলার চুরি করার চেষ্টা করে বলে জানালেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এন কামাকোদি।

সোমবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে তার বরাত দিয়ে একথা জানানো হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি হ্যাকাররা আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী নেটওয়ার্ক সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন(এসডব্লিউআইএফটি) এবং সিটি প্রিন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ওইদিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত তিনটি অননুমোদিত লেনদেনের বার্তা যাতে ব্যাংকটি না পায় সেজন্যই এটি করা হয়।

কামাকোদি বলেন, কেউই মনে করছে না যে এটা একটা আক্রমণ। সবাই ভাবছে এটা ছিল সিস্টেমিক নেটওয়ার্ক ব্যর্থতা। রাত ১০ থেকে সাড়ে ১০টা পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। পরের দিন সকালে ব্যাংকের কর্মকর্তারা হিসাব করে দেখে যে আগের দিন তিনটি অননুমোদিত লেনদেন করা হয়।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে নেয় হ্যাকাররা।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকা, মুখ খুললেন জয়শংকর
ফের পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন
মা-ভাইয়ের সামনে বাংলাদেশি যুবককে হত্যা, ভিডিও প্রকাশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ মে)
X
Fresh