• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২২

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যটকদের পছন্দের পুনকাক রিসোর্টে ওই ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। খবর চীনা সংবাদ সংস্থা শিনহুয়ার।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বলেছেন, ভারী বর্ষণের কারণে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। তিনি বলছেন, ইন্দোনেশীয়দের কাছে একটি জনপ্রিয় একটি ছুটি কাটানোর স্থান।

ওই কর্মকর্তা আরও বলেন, আমরা এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করেছি। তবে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: এবার ‘তাজ মহোৎসব’ হবে রামলীলায়
--------------------------------------------------------

এদিকে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা হাত, শাবাল ও নিড়ানি দিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। অন্যদিকে উদ্ধার অভিযান চালাতে সেখানে ট্রাক্টর ও বুলডোজার পৌঁছেছে।

শিনহুয়া জানাচ্ছে, আরও ভূমিধসের আশঙ্কায় আশপাশের গ্রামগুলোর মানুষজন এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছে।

ভূমিধসের ঘটনায় ঝুঁকি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওই কর্মকর্তা।

ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যার ঘটনা ঘটে। এসময় ভূমিধসের ঘটনাও ঘটে থাকে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
X
Fresh