• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফাঁকা হচ্ছে পাকিস্তান সীমান্তের ভারতীয় গ্রামগুলো

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণে প্রায় মানবশূণ্য হয়ে পড়েছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতীয় ক্ষুদ্র গ্রামগুলো। এসব গ্রামের ৪০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস, রেডিফ নিউজ।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তান বাহিনী সীমান্তে নতুন করে গুলিবর্ষণ শুরু করায় সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাত্রা, তাদের কৃষি, ছেলেমেয়ের স্কুল সবকিছু হঠাৎ থেমে গেছে। গ্রামবাসীরা জানিয়েছে, তাদের কাছে মনে হচ্ছে তারা একটা যুদ্ধ কবলিত এলাকায় আছেন। তাদের এ অঞ্চলে স্বয়ংক্রিয় ম্যাশিনগানে গুলিবর্ষণ ও মর্টারের শব্দ শোনা যাচ্ছে। গ্রামগুলো এক রকম ধ্বংস হয়ে গেছে।

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক গুলিবর্ষণ করে।

এতে এক বিএসএফ জওয়ানসহ তিন ভারতীয় নিহত এবং অন্তত ২৩ জন আহত হন। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, পাকিস্তান যদি সীমান্তে একটা গুলি ছোড়ে তাহলে তার জবাবে ১০টি গুলি চালানো হবে।

আরও পড়ুন

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের অপেক্ষায় যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা
স্বস্তির ঈদযাত্রা, ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
ফাঁকা ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
X
Fresh