• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে লোকসংগীতশিল্পীকে গলাকেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭

ভারতের হরিয়ানায় গলাকেটে খুন করা হয়েছে জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতা শর্মাকে। বৃহস্পতিবার রোহতকের বানিয়ানি গ্রাম থেকে মমতার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা।

গলাকেটে কুপিয়ে মমতাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হরিয়ানার লোকগানের জন্যই বেশ জনপ্রিয় ছিলেন বছর চল্লিশের মমতা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বানিয়ানি গ্রামের একটি মাঠের ধারে মমতার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় গভীর ক্ষত ছিল। ওই গ্রামেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বাড়ি রয়েছে।

মমতার পরিবারের দাবি, গত রোববার থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রজুড়ে নারীদের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
--------------------------------------------------------

মমতার ছেলে ভারত জানিয়েছেন, রোববার সোনিপতের গহনায় একটি জলসায় গান গাওয়ার কথা ছিল তার মায়ের। ওই অনুষ্ঠানে যোগ দিতেই সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বের হন মমতা। সঙ্গে ছিলেন তার এক সহকর্মী মোহিত কুমার।

সাড়ে ১০টা নাগাদ মোহিত ফোন করে ভারতকে জানান, মমতা তাদের গাড়ি ছেড়ে কয়েকজন লোকের সঙ্গে অন্য একটি গাড়ি করে চলে গিয়েছেন। ওদের আগে থেকেই চিনতেন বলে মোহিতকে জানিয়ে গিয়েছিলেন মমতা। তার পর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।

পুলিশ জানিয়েছে, রোববার মমতা কাদের সঙ্গে দেখা করেছিলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে তার ফোনের কললিস্টও।

উল্লেখ্য, হরিয়ানায় গায়িকা খুনের ঘটনা প্রথম নয়। গত বছরও, আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছিল ২২ বছরের হর্ষিতা দাহিয়ার। তদন্তে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। হর্ষিতার বোন দাবি করেছিলেন, তার স্বামীই খুন করেছেন তার বোনকে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
শাহীনকে না পেলে আত্মহত্যা করবেন তরুণী
বেল পাড়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
X
Fresh