• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটেনে মার্কিন ঘাঁটিতে অনুপ্রবেশের চেষ্টায় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ডিসেম্বর ২০১৭, ০৯:২০

ব্রিটেনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে গাড়ি নিয়ে চেকপয়েন্ট ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি, সিএনবিসি।

বিবিসি জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ রয়েল এয়ার ফোর্স (আরএএফ) মিল্ডেনহল সাফোক বিমানঘাঁটি এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সোমবার গোলযোগের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ বিমানঘাঁটিটি ঘিরে ফেলে। যদিও কিছু সময় পর পুলিশ এলাকাটি খুলে দেয়।

মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এই মাত্র তারা আমাদের স্বাভাবিকভাবে চলাফেরার অনুমতি দিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টিতে নজর রাখা হচ্ছে।

আরএএফ মিল্ডেনহল বিমানঘাঁটিতে রয়েছে মার্কিন কেসি-১৩৫ ট্যাংকার বহর। মার্কিন স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরাও এখানে অবস্থান করেন।

ঘাঁটিটিতে প্রায় ৩ হাজার ২০০ সামরিক ব্যক্তি রয়েছেন। তাদের সঙ্গে আছেন ব্রিটেনের ৪০০-৫০০ বেসামরিক কর্মী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্রিটেনে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েই চলছে। মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে। মে মাসে ম্যানচেস্টার অ্যারেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়। জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় ১১ জনের মৃত্যু হয়।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই আ.লীগ: কাদের
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
X
Fresh