• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০০

চীনের রাজধানী বেইজিংয়ের চাওয়াং এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণহানি এবং আরো ৮ জন দগ্ধ হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু।

ফায়ার সার্ভিস জানায়, শিবালিডিয়ান শহর উপকণ্ঠের আবাসিক এলাকায় রাত ১টা ১৮ মিনিটে এ আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া লোকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস আরো জানায়, বিদ্যুৎচালিত দুটি বাইসাইকেল থেকে এ আগুনের সূত্রপাত। পুলিশ বাড়ির মালিককে আটক করে। ভাড়া দেওয়ার জন্য বাড়িটি নিজস্বভাবে তৈরি করায় তাকে আটক করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বেইজিং পৌরসভা কমিটির সেক্রেটারি কাই কি ও বেইজিংয়ের ভারপ্রাপ্ত মেয়র চেন জিনিং ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের হাসপাতালে দেখতে যান।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর নগরীর দক্ষিণাঞ্চলীয় দক্সিং এলাকার একটি আবাসস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন প্রাণ হারানোর এক মাসেরও কম সময়ের মধ্যে ফের এ দুর্ঘটনা ঘটল।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
‘চীন থেকে আরও বেশি যন্ত্রপাতি আনা হবে’
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
X
Fresh