• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

উৎক্ষেপণের পরই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৪৬

উৎক্ষেপণের ঘণ্টা খানেকের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ‘মিটিওর-এম’র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাশিয়ার।

মঙ্গলবার সকালে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস আবহাওয়ার তথ্য পেতে বিশেষ ভূ-উপগ্রহ উৎক্ষেপণ করে। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, সয়ুজ রকেটের মাধ্যমে ম্যাটাডর এম স্যাটেলাইটটি পাঠানো হয়। রকেটটির সঙ্গে আবহাওয়া স্যাটেলাইটের পাশাপাশি আরো কিছু ছোট আকৃতির স্যাটেলাইট যুক্ত ছিল।

মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, যোগাযোগ স্থাপন করার প্রথম সেশনে কোনো রকম সফলতা দেখা যায়নি। স্যাটেলাইটটি তার নির্ধারিত কক্ষপথে এখনো পৌঁছায়নি।

সংস্থাটি আরো জানায়, কক্ষপথ থেকে সরে যাওয়ায় স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে যোগাযোগ স্থাপনে সবধরনের চেষ্টা চালানো হচ্ছে।

এদিন দেশটির পূর্বাঞ্চলীয় ভস্তোকনি কসমোড্রোম থেকে সেটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। কসমোড্রোমটি গত বছরই চালু করে রসকসমস। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সেখান থেকে রকেট উৎক্ষেপণ করা হয়।

ছয় হাজার ৬২ পাউন্ডের উপগ্রহটি ছবি ও তথ্য সংগ্রহের জন্য পাঁচ বছরের জন্য মহাকাশে পাঠানো হয়েছিল।

ওয়াই/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
বড় পরিবর্তনের হাওয়া, সড়কে টোল কাটবে স্যাটেলাইট
X
Fresh