• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

রাজনৈতিক সংকটে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ০৮:১৮

জোট সরকার গঠনের আলোচনা ভেস্তে যাওয়ায় ১২ বছর জার্মানির চ্যান্সেলর পদে থাকা আঙ্গেলা ম্যার্কেল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

ম্যার্কেলের দ্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি অ্যান্ড ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন ইন ব্যাভারিয়া(সিডিইউ/সিএসইউ) এবং পরিবেশবাদী গ্রিন পার্টির সঙ্গে আলোচনার চারদিন পর তা থেকে বেরিয়ে আসে ফ্রি ডেমোক্রেটিক পার্টি(এফডিপি)।

এফডিপি নেতা ক্রিশ্চিয়ান লিন্ডার বলেন, তাদের মধ্যে বিশ্বাসের কোনো ভিত্তিই নেই।

এদিকে আলোচনা ফলপ্রসূ না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ম্যার্কেল। সিডিউ ডেপুটি চেয়ারম্যান আর্মিন ল্যাশেট সাংবাদিকদের বলেন, সোমবার সকালে দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। এসময় দলের সবাই তাকে সমর্থন করেছেন।

এদিকে ম্যার্কেলের জোটে যোগদানের সিদ্ধান্ত বাতিল করেছে মার্টিন শুলজ নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব জার্মানি (এসপিডি)। তিনি বলেছেন, আমরা নতুন নির্বাচনের ভয়ে ভীত নই।

ম্যার্কেল বলেছেন, দেশ এই কঠিন পরিস্থিতি যেন ভালোভাবে সামলাতে পারে, তা নিশ্চিত করতে চ্যান্সেলর হিসেবে আমি সবকিছুই করব।

প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার বলেছেন, জার্মানি একটা নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলা করছে। তবে তিনি সব দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

তিনি দেশের কল্যাণের সব দলকে একসঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করতে আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের কথাও স্বীকার করেছেন তিনি।

গত সেপ্টেম্বরের নির্বাচনে ম্যার্কেল নেতৃত্বাধীন জোট জিতলেও বেশির ভাগ ভোটারই মূলধারার দলগুলোকে সমর্থন দেয়নি।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে ৬ বছরের এক শিশুর সন্ধানে ১২০০ জন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
X
Fresh