• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের বক্তব্য লিখে দেয় ইসরায়েল-সৌদি আরব: ইরানি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ২৩:১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্য ইসরায়েল এবং সৌদি আরবের শক্তিশালী লবিংয়ের ফল। আর এমনটা অভিযোগ করেছেন ইরান পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি। খবর প্রেস টিভির।

লারিজানি বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েল এবং সৌদি আরবের মত কিছু দেশ ট্রাম্পের বক্তব্য লেখা এবং তাকে পথ নির্দেশ করায় বড় ধরনের ভূমিকা রাখছে।

রবিবার রশিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অসাড় বুলি হিসেবেও উল্লেখ করেছেন লারিজানি।

ইরানের ইসলামিক রেভ্যুলুশন গার্ডস কর্পোস.(আইআরজিসি) সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প তেহরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থনৈতিক সহযোগিতা প্রচেষ্টাকে বিনষ্ট করছে বলেও ইরানের শীর্ষস্থানীয় এই সাংসদ অভিযোগ করেছেন।

২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যসহ জার্মানির সঙ্গে করা ওই চুক্তিকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের দিকে নির্দেশ করে লারিজানি এ কথা বলেন।

এদিকে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, এই চুক্তিকে তিনি স্বীকৃতি দেবেন না।

এই চুক্তিকে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এটি বাতিলেরও হুমকি দিয়েছেন ট্রাম্প।

তেহরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্প মার্কিন কংগ্রেসকে ৬০ দিন সময় বেঁধে দিয়েছেন।

তবে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে এক অস্বস্তিকর পরিস্থিতি পড়তে হবে যুক্তরাষ্ট্রকে।

এ/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
X
Fresh