• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

যৌন সহিংসতায় নিকৃষ্টতম নগরী দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ১৫:৫১

নারীর বিরুদ্ধে যৌন সহিংসতার দিক থেকে বিশ্বের নিকৃষ্টতম মেগাসিটি হিসেবে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি ও ব্রাজিলের অর্থনৈতিক শহর সাউ পাওলোর নাম।

থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বিশ্বের মেগাসিটিগুলোতে তুলনামূলক নারীদের যৌন সহিংসতার শিকার হওয়ার ওপর এটিই প্রথম জরিপ।

দিল্লি শহরের নারীরা সম্ভ্রম হারানো, যৌন ঘটিত হামলার শিকার, ধর্ষণ ও যৌন হয়রানির আতঙ্কে থাকে। অবশ্য এই জরিপের আগে থেকেই দিল্লি বিশ্বের ধর্ষণের রাজধানী হিসেবে নিন্দা কুড়িয়ে আসছে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি দিল্লি।জনসংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লাখ।

জাতিসংঘ ঘোষিত বিশ্বের ১৯টি মেগাসিটিতে চলতি বছরের জুন-জুলাই মাসে জরিপ চালানো হয়েছে। দিল্লিতে ‘নির্ভয়া ধর্ষণকাণ্ডের’পাঁচ বছর পূর্তির কয়েক মাস আগে জরিপের ফলাফল প্রকাশ হলো। চলন্ত বাসে গণধর্ষণের শিকার নির্ভয়া শেষ পর্যন্ত মারা যান। এ ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল আর নিন্দার ঝড় তুলেছিল বিশ্বজুড়ে।

ধর্ষণে সবার উপরে থাকলেও নারীদের জন্য ‘সবচেয়ে বেশি বিপজ্জনক’ শহরের তালিকায় দিল্লির নাম রয়েছে চারে। এ তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। মিশরের কায়রো শীর্ষে এবং পাকিস্তানের করাচি রয়েছে দ্বিতীয় অবস্থানে।

অন্যদিকে জরিপ অনুযায়ী, নারীদের বসবাসের জন্য সবচেয়ে সেরা নগরী হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন। আর সবচেয়ে নিরাপদ মেগাসিটি হিসেবে স্থান পেয়েছে জাপানের রাজধানী টোকিও।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
ছোটবেলার ভয়াবহ যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী চূর্ণী
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
X
Fresh