• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা পেছালো

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ অক্টোবর ২০১৭, ১১:২৫

চরম উত্তেজনার মধ্যে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা কয়েক সপ্তাহের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ট।

মঙ্গলবার স্থানীয় পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি জানান, কার্যকরী আলোচনার মাধ্যমে স্পেন সরকারের সঙ্গে মধ্যস্থতার জন্যই কয়েক সপ্তাহ পেছানো হয়েছে।

জনগণের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনগণের রায় অনুযায়ী কাতালান স্বাধীনতা অর্জন করেছে। ভোটে জয়ের মাধ্যমে স্বাধীনতার অধিকার অর্জন করেছি। তাই স্বাধীনতার পথ থেকে পিছিয়ে আসার প্রশ্নই আসে না।

গেলো ১ অক্টোবরের গণভোটে পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি কাতালান এবং স্পেনের মধ্যকার উত্তেজনা প্রশমনের প্রত্যয়ও ব্যক্ত করেন প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন্ট।

তিনি বলেন, তারা স্পেনকে নিজেদের দাবিদাওয়ার যৌক্তিকতা বোঝাতে চাইছেন। শান্তিপূর্ণ বিচ্ছেদ চাইছেন স্পেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই।

এর আগে কাতালানের স্বাধীনতা ঘোষণা হতে পারে-এমন জল্পনায় বার্সেলোনার পার্লামেন্ট এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

গণভোটে ২০ লাখ ২৬ হাজার ভোটার অংশ নেন। এর মধ্যে ৯০ শতাংশ লোক স্বাধীনতার পক্ষে আর ৮ শতাংশ বিপক্ষে ভোট দেন।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতালোনিয়ায় প্রায় ৭৫ লাখ মানুষের বসবাস। অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিত্তশালী প্রদেশটির রাজধানী বার্সেলোনা। এই শহর একই সঙ্গে ফুটবল ও পর্যটনের কারণে অত্যন্ত জনপ্রিয়।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
X
Fresh