• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতে ১০ বছরের শিশুটির ধর্ষক তার চাচা

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর ২০১৭, ২৩:১১

ভারতে ধর্ষণের শিকার ১০ বছর বয়সী সেই শিশুর ধর্ষক চাচার খোঁজ মিলেছে।

পুলিশ জানিয়েছে, ওই শিশুর গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে তার সঙ্গে ছোট চাচার ডিএনএ’র মিল পাওয়া গেছে।

চলতি বছরের আগস্টে ওই শিশু এক সন্তানের জন্ম দেয়। শিশুটিকে ধর্ষণের দায়ে তার দুই চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শিশুটির এক চাচাকে গ্রেপ্তার করার পর সদ্যোজাত শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। ফরেনসিক পরীক্ষায় আটক চাচার ডিএনএ’র সঙ্গে শিশুটির ডিএনএ’র মিল না পাওয়ায় পুলিশ আরেক চাচাকে খুঁজতে থাকে।

ভারতের পাঞ্জাব প্রদেশের চন্ডিগড়ের সিনিয়র পুলিশ সুপার নিলাম্বরী বিজয় বলেন, পুলিশ এখন শিশুটির ছোট চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

তিনি বলেন, এটি সত্য যে শিশুটির ডিএনএ নমুনা ছোট চাচার সঙ্গে মিলে গেছে।

গেলো জুলাইয়ের মাঝের দিকে শিশুটি পেটে ব্যথা অনুভব করে। পরে তার বাবা-মা তাকে হাসপাতালে নিয়ে যান। শিশুটি গর্ভবতী বলে সেই সময় চিকিৎসক নিশ্চিত করে।

চন্ডিগড়ের স্থানীয় আদালত শিশুটির গর্ভপাতের আবেদন খারিজ করে দেন। শিশুটি সন্তান প্রসবের খুব কাছাকাছি সময়ে পৌঁছানোর কারণে আদালত গর্ভপাতের আবেদনে সাড়া দেননি। ওই সময় চিকিৎসকদের একটি প্যানেল শিশুটির গর্ভপাত করানো হলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে পরামর্শ দেয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদন গড়ালে সেখানেও খারিজ হয়ে যায়।

ভারতের আইন অনুযায়ী, ২০ সপ্তাহের বেশি সময়ের গর্ভবতী কোনো মাকে গর্ভপাতের অনুমতি দেয়ার সুযোগ নেই।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাসে ধর্ষণের শিকার ১১৪ নারী
বাংলাদেশ ঘুরে ভারতে যেয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার স্প্যানিশ নারী
ফেব্রুয়ারিতেই ধর্ষণের শিকার ২৬ শিশু
হাসপাতাল থেকে ধর্ষণের শিকার তরুণীকে প্রকাশ্যে অপহরণ 
X
Fresh