• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

‘সন্তানকে স্কুলে না পাঠালে বাবা-মাকে কারাগারে পাঠানো হবে’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ অক্টোবর ২০১৭, ১৬:৪৫

যেসব বাবা-মা তাদের সন্তানকে স্কুলে পাঠাবেন না তাদেরকে কারাগারে পাঠানো হবে। হুমকি দিয়ে এমনটাই বলেছেন ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর।

সোমবার দেশটির উত্তরপ্রদেশের রাসদা এলাকায় বিজেপির সমাবেশে এক জনসভায় তিনি একথা বলেন। খবর নিউজ ন্যাশন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী উত্তরপ্রদেশের রাসদা এলাকায় বিজেপির সমাবেশে বক্তৃতা দিচ্ছেন।

বক্তৃতায় তিনি বলেন, ‘আমি আমার পছন্দমতো একটা আইন করব। কেউ ছেলে-মেয়েকে স্কুলে না পাঠালে তাদের ধরে এনে পাঁচদিন থানায় বসিয়ে রাখা হবে। এ সময় তাদের খাবার দেয়া হবে না। এই সময়ে তারা সন্তানকে স্কুলে পাঠাতে অস্বীকার করলে তাদের ৬ মাস কারাগারে রাখা হবে। যেসব বাবা-মা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে অনিচ্ছুক, তাদের বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নেয়া জরুরি।

উল্লেখ্য, ভারতে শিশুশ্রম যেন এক অভিশাপ। বিশ্বের মধ্যে ভারতেই শিশুশ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি৷ আদমশুমারি অনুযায়ী ভারতে শিশুশ্রমিকের সংখ্যা ৬ কোটি থেকে ১২ কোটি৷ তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি, যেটা লোকচক্ষুর বাইরে থেকে যায়৷ ৭ থেকে ১৪ বছরের বালক-বালিকারা সাধারণত শিশুশ্রমিকের মধ্যে পড়ে৷

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh