• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করলেন শেখ হাসিনা

আরটিভি অনলইন ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৮

জাতিসংঘের সংস্কার-বিষয়ক আলোচনা সভায় যোগদান শেষে সভাকক্ষ থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্য শেষ করে সভাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি, সিএনএন ও আল-জাজিরাসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এই কুশল বিনিময় সরাসরি সম্প্রচার করে।

এবার জাতিসংঘের অধিবেশনে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি আলোচনার মূল বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নেতারা এ অধিবেশনে যোগ দেয়ার কথা থাকলেও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এতে যোগ দিচ্ছেন না।

এর আগে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই দিন তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
X
Fresh