• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

কাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দিলো সৌদিজোট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৭, ১১:১২

সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে ১৩ দফা শর্ত মেনে নিতে আরো ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, রোববার মধ্যরাতে ১০ দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর কুয়েতের অনুরোধে সোমবার থেকে তা আরো দু’দিন বাড়ানো হয়।

কাতারের সঙ্গে সৌদি আরবসহ ৪ দেশের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করছেন কুয়েতি আমির শেখ আল-আহমাদ আল জাবের আস-সাবাহ।

এ ব্যাপারে আজ সোমবার কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব দেয়ার ঘোষণার পর এ অনুরোধ জানান তিনি।

গেলো ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি স্থল, জল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে উপসাগরীয় ৪ দেশ।

কাতারবিরোধী পদক্ষেপ তুলে নিতে অবরোধের দু’সপ্তাহ পর দোহারের কাছে ১৩ দফা শর্ত দেয় দেশগুলো।

এর আগে, গেলো মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরো কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ক ছিন্ন করে।

আরকে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh