• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মীরে নিহত ৯

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১২:৪৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পুলিশ কমান্ডারসহ ৯ জন নিহত হয়েছেন। এএফপি এ তথ্য জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় শ্রীনগরের বাতমালো এলাকায় নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়। এর কিছু সময় আগে বন্দুকযুদ্ধে দু’জন বিদ্রোহী নিহত ও এক তরুণ বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার উরি সেক্টরে বন্দুকযুদ্ধে পাঁচ বিদ্রোহী নিহত হন।

এ নিয়ে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা ৫৮ জনে দাঁড়াল। আহত হয়েছে পাচঁ হাজারেরও বেশি লোক। স্বাধীনতা দিবসে সহিংসতা এড়াতে ওই অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। সে সাথে হাজার হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য। গত ৮ জুলাই কাশ্মীরে তরুণ বিদ্রোহী নেতা বুরহান ওয়ানির হত্যাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এ অঞ্চল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh