• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ এখন চিত্রশিল্পী

অনলাইন ডেস্ক
  ০৩ মার্চ ২০১৭, ১২:৩৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চিত্রশিল্পী। বিষয়টি আপনার কাছে একটু নড়বড়ে মনে হলেও সত্যিই তিনি তার নির্বাহী কলম তুলে রাখার পরে শখ হিসেবে পেইন্টিং ব্রাশ তুলে নিয়েছেন। তার সেই শখ এখন রীতিমত ক্যারিয়ারে পরিণত।

টেক্সাসের জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেনশিয়াল সেন্টারে অক্টোবরের ১ তারিখ পর্যন্ত ৬৬টি পোট্রেট ও একটি ফোর প্যানেল ম্যুরাল প্রদর্শনীতে উন্মুক্ত থাকবে।

৪৩তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিতর্কিত ইরাক ও আফগানিস্তান যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন বুশ। পোট্রেট ইন কারেজ : অ্যা কমান্ডার ইন চিফস ট্রিবিউট টু আমেরিকাস ওয়ারিয়রস শীর্ষক বইয়ে সব পোট্রেটগুলো প্রকাশ করেছেন।

মঙ্গলবার নিজের বই প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেন, এগুলো সাহস, ক্ষত, আরোগ্য, এবং অন্যদের সহায়তা করার গল্প। এবং আমি অদৃশ্য আঘাতগুলো তুলে ধরতে চেয়েছি।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh