• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গ্যাস করে নিভু নিভু, কখন যায় না বলেন কখন আসে

জুলহাস কবীর

  ২৩ মে ২০১৮, ১১:৩৩

দিন-রাত মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টার জন্য মিলছে গ্যাস। নিভু নিভু চুলায় একটি খাবার তৈরিতে সময় লাগছে এক থেকে দুই ঘণ্টা। রমজানের শুরু থেকে গ্যাসের সংকটে ভোগান্তিতে আছেন রাজধানীর মিরপুরের কালশীর গৃহিণী রোজিনা খানম।

শুধু মিরপুরের রোজিনা নন, রাজধানী জুড়ে বেশকিছু এলাকায় এখন গ্যাস সংকট চরমে।

ভুক্তভোগীরা বলছেন, সন্ধ্যা ৬টার দিকে আসে আবার এক ঘণ্টা থাকে। এরপর রাত ৩টার দিকে একটু আসে ৫টার দিকে চলে যায়। সারাদিন গ্যাসে থাকে না।

গেলো কয়েক মাস ধরেই চলা গ্যাস সংকট এখন চরমে পৌঁছেছে। ফলে সাহরি ও ইফতারের খাবার তৈরির সময়টায় দুর্ভোগে পড়তে হচ্ছে।

মিরপুরের আরেক গৃহিণী বলেন, ভোরে উঠেই রান্না করতে হয়, নইলে হয় না। সকালের দিকে গ্যাস থাকে,৬টার দিকে চলে যায়। এরপর বিকেল ৩টার পরে আসে আবার সন্ধ্যার দিকে চলে যায়। রাত ১১টায় আসে।

এ অবস্থায় বাধ্য হয়েই এলপি গ্যাসের সিলিন্ডার কিনছেন অনেকে।

একজন জানান, গ্যাস টোটালই থাকে না। গ্যাস কমবেশি পাওয়া যায় না। এখন এই দায়ভার কে নেবে আমি, আমরা না সরকার, প্রশ্ন করেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্যাটেলাইটের সব সিস্টেম সঠিকভাবে কাজ করছে: জয়
--------------------------------------------------------

মিরপুর ১১, ১২, কালশী, পল্লবী, ইব্রাহিমপুর, কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সংকট বাড়ছে।

শেওড়াপাড়ায় থাকেন বেসরকারি চাকরিজীবী রহমত রহমান। তিনি আরটিভি অনলাইনকে বলেন, রমজানে এই দুর্ভোগ আর সহ্য করার মতো অবস্থানে নেয়। যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে তা আবার নিভু নিভু। গ্যাস কখন যায় প্রশ্ন করতেই তিনি বলেন, কখন যায় না, বলেন কখন আসে।

মিরপুরে মতো একই চিত্র ধানমন্ডির কলাবাগান ও আশপাশের এলাকায়। সংকট বেড়েছে পুরান ঢাকায়ও। লালবাগের শহীদনগর, সোয়ারীঘাট, সূত্রাপুরের মালাকারটোলা, বানিয়ানগর, গোপীবাগ, কে এম দাস লেন, গেন্ডারিয়ার দীন নাথ সেন রোড, এস কে দাস রোড, কে বি রোডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারাও দুর্ভোগে আছেন।

তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কম থাকায় এমন সংকট হচ্ছে।

তিতাস গ্যাসের এক পরিচালক জানান, প্রতিদিন ঢাকায় দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার হলেও পাওয়া যাচ্ছে ১ হাজার ৭০০ মিলিয়ন। ফলে কিছু কিছু জায়গায় গ্যাস সংকট হচ্ছে।

তবে কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংকট হয়তো হঠাৎ দূর হবে না। এ মাসের শেষ দিকে আমদানি করা এলএনজি সরবরাহ শুরু হলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh