• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে মুক্তি পেলো ভারতের কাবিল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩১

ভারত-পাকিস্তান সম্পর্ক টানাপোড়েনের মাঝে পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ করার পরেও করাচিতে মুক্তি পেলো হৃতিক রোশানের ‘কাবিল’।

এরইমধ্যে সিনেমাটি দর্শকের মন জয় করার পাশাপাশি সমালোচকদেরও আকৃষ্ট করতে পেরেছে।

চমৎকার গল্প ও অসাধারণ অভিনয়ের জন্য দর্শকরা মুগ্ধ সিনেমাটি দেখে। তাইতো প্রথম সপ্তাহেই ৭৯ কোটি রুপি এনে দিয়েছে প্রযোজককে।

হৃতিক তার ফেসবু্ক ভ্যারিফায়েড পেজে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

সিনেমার নির্মাতা ও হৃতিকের বাবা রাকেশ রোশন টুইটে জানান, বৃহস্পতিবার থেকে সিসেমাটি পাকিস্তানের বিভিন্ন হলে প্রদর্শন করা হবে।

কাবিলের গল্পটি অন্ধ প্রেমিক যুগলকে নিয়ে। সিনেমার ভিলেন রহিত ও রনিত রয়ের সঙ্গে প্রতিশধ নিতে দেখা যাবে হৃতিককে।

হৃতিকের বিপরীতে অভিনেত্রী ইয়ামি গৌতমকে দেখা যাবে। এর আগেও ব্যাঙ্গ ব্যাঙ্গ সিনেমায় স্ক্রিন শেয়ার করেন।

একই দিনে মুক্তি পাওয়া বলিউড বাদশাহ শাহরুখের রইসের সঙ্গে বক্স অফিসে লড়ছে সিনেমাটি।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh