• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৭৫-এ আলম খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৮, ২০:১৫
ছবি: সংগৃহীত

বাংলা সঙ্গীতের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান ৭৫ বছরে পা দিলেন ২২ অক্টোবর। এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানা গেছে। তবে পারিবারিকভাবে কেক কাটা এবং আনন্দ আয়োজন করা হয়েছে।

মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এই চলচ্চিত্রের বিখ্যাত গান ‘হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’। এটি লিখেছিলেন সৈয়দ শামসুল হক এবং গেয়েছিলেন অ্যান্ড্রু কিশোর।

এরপর ‘তিন কন্যা’, ‘সারেন্ডার’, ‘দিনকাল’, ‘বাঘের থাবা’, ‘কী জাদু করিলা’, ‘এবাদত’ চলচ্চিত্রের জন্য একই সম্মাননা পান। তারই হাত ধরে বাংলাদেশের সিনেমার গানে অভিষেক হয় ফেরদৌস ওয়াহিদ, কুমার শানু, অ্যান্ড্রু কিশোর, শেখ ইশতিয়াক প্রমুখের। তার সুর-সংগীতে সিনেমায় সবচেয়ে বেশি গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোর।

আলম খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বানিয়াগাছিতে। তার দুই ছেলে আরমান খান, আদনান খান ও একমাত্র মেয়ে আনিকা খান। তার সহধর্মিণী গুলবানু খান। আলম খানের বাবা আফতাব উদ্দিন খান ও মা জোবেদা খানম।

আরও পড়ুন :

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের দিয়ে ভিকারুননিসা ঘেরাওয়ের হুমকি সেই শিক্ষকের
X
Fresh