• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কেন হ্যাকড করা হলো অপুর ফেসবুক আইডি?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুলাই ২০১৮, ১৬:৪২
ছবি সংগৃহীত

জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তবে আইডি হ্যাকড হওয়া নিয়ে মোটেই বিচলিত নন তিনি।

কারণ হিসেবে অপু বলেন, ‘আইডি হ্যাকডকারী আমার শুভাকাঙ্ক্ষী। আইডি হ্যাকডকারীর সঙ্গে কথা হয়েছে। তিনি আমার ভক্ত। আমাকে তিনি ভালোবাসেন। আইডিটা দুর্বল ছিল। এটা প্রোটেক্ট করার জন্যই হ্যাকড করেছেন।’

সোমবার সন্ধ্যার পর নিজের আইডি ওপেন করবেন বলে জানান অপু। গতকাল রোববার অপু বিশ্বাসের আইডি হ্যাকড হয়। অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে হ্যাকার দুইটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেন, ‘ডিয়ার অপু বিশ্বাস আপু কেমন আছেন? আশা করি, ভালো নেই। কারণ আপনার আইডির সিকিউরিটি দুর্বল থাকায় আমাদের Toxic Team-TT গ্রুপের পক্ষ থেকে হ্যাকড করা হলো। তবে এটাকে আমি হ্যাকড বলব না। কারণ আপনার চোখ-কান খোলার জন্য করা হয়েছে।

আমরা আপনার আইডির কোনও ক্ষতি করিনি। সত্যি বলছি বোন আপনাকে অনেক ভালোবাসি। আপনার কোনও ক্ষতি হবে সেটা নিজের চোখে দেখলে সহ্য করতে পারব না। তাই নিজেরাই এটা করলাম।পরে কেউ যেন হ্যাকড না করতে পারে সেটার ব্যবস্থা করে দেবো।’

‘আপনি বোন সেলেব্রেটি মানুষ। আপনার আইডির সিকিউরিটি যদি দুর্বল হয় তাহলে কীভাবে হবে বোন? আপনার আইডি যদি অন্য দেশের কোনও হ্যাকার এক্সেস নিয়ে নেয় তাহলে আপনাকে বিভিন্ন রকম হ্যারেজমেন্ট করার চেষ্টা করবে।

সময় থাকতে সচেতন হন, আইডির সিকিউরিটি নিয়ে কোনও প্রকার সাহায্য লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ’

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 
টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
X
Fresh