• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফটোশুটের সময় হাঙরের হামলা, প্রাণে বাঁচলেন ক্যাটারিনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুলাই ২০১৮, ০৯:০১
ছবি: সংগৃহীত

বয়ফ্রেন্ডের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভেবেছিলেন, ওখানেই সব প্রয়োজনীয় ফটোশুট সেরে নেবেন। শুরুও করেছিলেন। কিন্তু আচমকাই দুর্ঘটনা। হাঙরের হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মডেল ক্যাটারিনা।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের খবরে জানা যায়, মিয়ামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাটারিনা গিয়েছিলেন ছুটি কাটাতে। জলে নেমে বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকাই একটি হাঙর তাকে আক্রমণ করে বসে। ক্যাটারিনার হাতে কামড় বসিয়ে তাকে জলের নীচে টেনে নিয়ে যেতে শুরু করে হাঙরটি।

এনবিসি নিউজ-কে দেয়া এক সাক্ষাতকারে ক্যাটারিনা বলেন, আচমকাই একটি হাঙর তার হাতে কামড় বসিয়ে দেয়।

তিনি বুঝতে পারেন, হাঙরের দাঁত তার হাতের চামড়া ভেদ করে ভেতরে বসতে শুরু করেছে। শুধু তাই নয়, আস্তে আস্তে তার গোটা হাতটাই হাঙরের মুখে চলে যেতে শুরু করে বলে ক্যাটারিনা অনুভব করেন।

কোনওক্রমে হাঙরের মুখ থেকে নিজেকে উদ্ধার করলে, তার বয়ফ্রেন্ড গিয়ে তাকে জলের উপরে তুলে নিয়ে আসেন।

ফ্লোরিডা ফেরার আগেই ক্যাটারিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের অনুমান, এখনও হাঙরের দাঁতের দু-এক টুকরো ক্যাটারিনার হাতে থাকতে পারে।

তাই উপযুক্ত চিকিৎসা না হলে, যে কোনও সময় তা সংক্রমণ হয়ে যেতে পারে। ১৯ বছর বয়সী এই মডেল বলেন, ‘হাঙরের মুখ থেকে উদ্ধার পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।’

আরও পড়ুন :

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
মডেলিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাসে আয় ১২ লাখ টাকা
X
Fresh