• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আনন্দমেলা’র চমক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৮, ১৭:১৪
ছবি: সংগৃহীত

প্রতি বছরই ঈদের অনুষ্ঠানমালায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয় ‘আনন্দমেলা’। এবারের ঈদেও থাকছে এই অনুষ্ঠানটির বিশেষ পর্ব। এবারের পর্বটি সাজানো হয়েছে নানারকম চমকপ্রদ ঘটনার মধ্য দিয়ে।

উপস্থাপনায় চমকের পাশাপাশি এবারের ‘আনন্দমেলা’য় থাকছে বেশ কজন নারীর সাফল্যগাথা। আরও থাকছে তারকা শিল্পীদের গান, নাচ, মনকাড়া পরিবেশনা, শিক্ষামূলক নাটিকাসহ নানা আয়োজন।

অনুষ্ঠানটির শুরুতেই থাকবে তিন উপস্থাপককে নিয়ে মজার একটি পর্ব। সেখানে দেখা যাবে, এই তিনজনই বাসা থেকে ঈদের আনন্দমেলা’য় যোগ দিতে রান্না না করেই চলে আসেন। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকে।

এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপক হিসেবে অভিনেত্রী রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীকে দেখা যাবে।

অনুষ্ঠানটির অন্যতম উপস্থাপক শাহনাজ খুশি বলেন, ‘ছোটবেলার প্রানের প্রিয় অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র শুটিংয়ের সময় মনেই হলো না আমরা উপস্থাপনা করছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’

এবারের ‘আনন্দ মেলা’য় তুষার খান, শহীদুজ্জামান সেলিম ও বৃন্দাবন দাস থাকবেন অন্যতম আকর্ষণ হিসেবে।

বিটিভি মহাপরিচালক এসএম হারুন-অর রশীদের পরিকল্পনায় এবারের ‘আনন্দমেলা’পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh