• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রিয়াঙ্কা চোপড়া

শাহীন শাহ, টেকনাফ

  ২২ মে ২০১৮, ১৫:৫০
ছবি: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াঙ্কা চোপড়া

টেকনাফের হারিয়াখালী ত্রাণকেন্দ্র ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মেরিনড্রাইভ হয়ে টেকনাফের হারিয়াখালী রোহিঙ্গা ত্রাণকেন্দ্র ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ত্রাণকেন্দ্রে পরিদর্শনে গিয়ে শাহপরীরদ্বীপ ভাঙ্গা এলাকায় যান।

এসময় সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন। তিনি বেশ কয়েকজন শিশুর স্থাস্থ্য ও পড়ালেখার খোজঁখবর নেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন।

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া চার দিনের সফরে গত সোমবার ভোরে বাংলাদেশে আসেন।

ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে সফরের প্রথমদিন তিনি শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সফরের শেষদিন বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এর আগে গত সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

কক্সবাজার বিমানবন্দর হতে সরাসরি তিনি ইনানীতে পৌঁছে পাঁচতারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন।

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে আহত প্রিয়াঙ্কা চোপড়া
বাধ্য হয়ে পরিবার নিয়ে ২০ মিলিয়ন ডলারের বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা
X
Fresh