• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন শিল্পীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬
ছবি: ফেসবুক থেকে নেয়া।

কোটি মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন দেশের গুণী অভিনয় শিল্পীরা।

টেলিভিশন অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকালে জমায়েত হন শিল্পীরা। সেখান থেকে সবাই শোভাযাত্রা করে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান।

এসময় অভিনয় শিল্পীদের এই শোভাযাত্রার নেতৃত্ব দেন অগ্রজ অভিনয় শিল্পী সৈয়দ হাসান ইমাম। উপস্থিত ছিলেন লুৎফর রহমান জর্জ, তারিন, তানভীন সুইটি, সুজাত শিমুল, কাজী শিলা’সহ অনেকে।

অন্যদিকে চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ একুশের প্রথম প্রহরে এফডিসির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘বাংলাদেশে আমি মুগ্ধ’
--------------------------------------------------------

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, নাদিম, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, জেসমিন, বিপাশা কবির, শিরিন শিলা, রোমানা নীড়, দিপালীসহ অনেকে।

এসময় প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসাথে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ভিয়েতনামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
ফিনল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
মিয়ানমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
X
Fresh