• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঞ্চে ‘সার্কাস সার্কাস’ প্রেক্ষাগৃহে ‘ঢাকা অ্যাটাক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৭, ১৯:০৪

দীপংকর দীপন পরিচালিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ দেশজুড়ে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার (৬ অক্টোবর)।

ঢাকার বলাকা ও কয়েকটি সিনেমা হল ঘুরে দেখা গেছে দর্শকের উপচেপড়া ভিড়।

এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘সার্কাস সার্কাস’।

আজাদ আবুল কালামের নির্দেশনায় নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন শতাব্দী। মঞ্চ ও সিনেমার পর্দায় একই দিনে রয়েছে এই অভিনেতার বিচরণ।

শতাব্দী ওয়াদুদ শুক্রবার বিকেলে সাড়ে ৫টায় নিজের ফেসবুক পাতায় লিখেন, সকালে সারাদেশে ঢাকা অ্যাটাক মুক্তি পেলো।

আর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’ নাটকের প্রদর্শনী। দুই জায়গাতেই আমাকে অভিনয় করতে দেখা যাবে। একজন অভিনেতার জন্য এটা দারুণ কিছু।

শতাব্দী ওয়াদুদ দীর্ঘদিন ধরে যুক্ত আছেন মঞ্চ নাটকের সঙ্গে। দেশের অন্যতম নাট্যদল প্রাচ্যনাটের নিয়মিত সদস্য তিনি।

দলটির একাধিক নাটকে অভিনয় করেন। পাশাপাশি টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এরই মধ্যে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশ ও ভারতে দারুণ প্রশংসিত হয়েছেন।

মঞ্চে সার্কাস সার্কাস, কইন্যা, রাজা এবং অন্যান্য, ধরেশ্বরী অপেরা নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh