• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরটিভির শনিবারের অনুষ্ঠানসূচি

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১১

সকাল ৮ টায় সঙ্গীতানুষ্ঠান পুষ্পাঞ্জলী প্রচারিত হবে। এতে কন্ঠশিল্পী সিমু দে, প্রিয়াংকা গোপ ও বিজন মিস্ত্রী অংশ নেবেন।

সকাল ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘প্রাণ মিঃ ম্যাংগো তারকালাপ’। এতে অতিথি থাকবেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার।

বেলা ১১ টা ২০ মিনিটে প্রচারিত হবে 'সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি'। এরপরে ১২ টা ৩৫ মিনিটে বাংলা ছায়াছবি 'ওয়ান ওয়ে' দেখানো হবে। এতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী-আঁচল সহ আরো অনেকে।

বিকেল ৫টায় প্রচারিত হবে নাটক 'যমজ ৩।' এটি রচনা করেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন মোশাররফ করিম।

৬টা ৫ মিনিটে হবে পূজা পরিক্রমা-ঢাকের তালে হৃদয় দোলে। আর ৭ টা ৪০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান-সারদ বীনার ছন্দে।

৮ টা ১০ মিনিটে হবে বিজয়া দশমীর বিশেষ নাটক-এখন মধ্যাহ্ন। এটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।

অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা শ্রাবন্তী কর, কিসলু, আইরন প্রমুখ।

রাত ৯ টা ৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিক নাটক - অলসপুর। এটি রচনা করেছেন মামুন-অর-রশিদ। পরিচালনা করেছেন আল হাজেন।
অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শখ, মৌসুমী হামিদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শামীম জামান, লুৎফর রহমান জর্জ, দিহান, আলভী, আখম হাসান, আরফান আহমেদ, মিনু, মৌ, চিত্রলেখা গুহ, ডলি জহুরসহ আরো অনেকে।

৯টা ৫০মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক- ঝামেলা আনলিমিটেড। এটি রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন শামীম জামান।

অভিনয় করেছেন মামুনূর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহম্মেদ, মোশারফ করিম, আ খ ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, ইফ্ফাত ত্রিশা, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কোল্লান কোরাইয়া প্রমুখ।

১০ টা ৪৫ মিনিটে হবে রাতের সংবাদ। ১১ টা ২০ মিনিটে হবে আওয়ার ডেমোক্রেসি।

রাত বারোটায় হবে- লেট নাইট কফি। এতে উপস্থিত থাকবেন কন্ঠশিল্পী পূজা ও মডেল অন্তুু।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh