• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীজাত'র নতুন কিছু

অনলাইন ডেস্ক
  ২২ আগস্ট ২০১৬, ১৩:১১

বাংলা ভাষার আধুনিক কবিদের অন্যতম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাত’র কবিতায় পাঠ ও আবৃত্তিতে 'নতুন কিছু' নামে অ্যালবাম প্রকাশ হচ্ছে। পাঠ করেছেন শ্রীজাত এবং আবৃত্তি করেছেন সৌমিত্র ঘোষ।
আসছে ৪ সেপ্টেম্বর বিকেলে কলকাতা প্রেসক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে থাকবেন অপূর্ব দত্ত, বীথি চট্টোপাধ্যায়, শ্বেতা গুপ্তা, সুমন্ত্র সেনগুপ্ত, ডাঃ অরুময় বন্দোপাধ্যায়, অনিতা গুপ্তা।

অ্যালবামটি প্রকাশ হচ্ছে রাগা মিউজিকের ব্যানারে।

২০০৪ সালে 'উড়ন্ত সব জোকার' কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার পান কলকাতার কবি শ্রীজাত । অন্যান্য বইয়ের মধ্যে ছোটদের চিড়িয়াখানা, বর্ষামঙ্গল, অকালবৈশাখী, বোম্বে টু গোয়া অন্যতম।

কবিতার পাশাপাশি টালিউডে 'অটোগ্রাফ', 'একলা আকাশ', 'জিও কাকা', 'মিশর রহস্য', 'জানি দেখা হবে' ছবিতে গান লিখেছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh