• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩ মার্চ প্রেক্ষাগৃহে 'ভুবন মাঝি'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৪

আসছে ৩ মার্চ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের তৈরি 'ভুবন মাঝি' ছবিটি। কলকাতার অভিনেতা পরমব্রতের সঙ্গে জুটি হয়েছেন অপর্না ঘোষ।

ছবিটি মুক্তি উপলক্ষে ১ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই দিন ছবিটির প্রচারে ঢাকায় আসছেন অভিনেতা পরমব্রত। কলকাতার এ অভিনেতাসহ ছবির অন্যান্য অভিনয় শিল্পী ও কলাকুশলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান পরিচালক ফাখরুল আরেফিন খান।

ছবিতে অপর্ণা অভিনয় করছেন পূর্ব পাকিস্তানের সম্ভ্রান্ত ঘরের তরুণী ফরিদা চরিত্রে। আর পরমব্রতকে দেখা যাবে লালন ভাবাদর্শের নহির বাউলের ভূমিকায়। আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার, ওয়াকিল।

ছবিতে গান রয়েছে তিনটি। শিরোনাম হলো পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে, বোতলে পুরেছি কান্না ও আমি তোমারই নাম গাই।

'পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে' গানটিতে কণ্ঠ দিয়েছেন পরমব্রত। এটি বাংলাদেশে পরমব্রত অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে 'ভয়ংকর সুন্দর' নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।


এইচএম


এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh