• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মা সেতুতে রেল নির্মাণ কাজের উদ্বোধন অক্টোবরে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬

পদ্মা সেতুর ৫৭ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এ সেতুতে রেল নির্মাণ করে একই পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেয়ার লক্ষ্য নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ ও সদ্য শেষ হওয়া নদী শাসন কার্যক্রমের উদ্বোধন করবেন।

একইদিনে ঢাকা-ভাঙ্গা ছয় লেনের সড়ক উদ্বোধনেরও প্রস্তুতি চলছে। ছয় লেনের সড়কসহ এদিন আরও কিছু উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের জানান, ঢাকা-ভাঙ্গায় ছয় লেনের সড়কটি দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এই সংসদের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশবাসীকে জানাতে চাই, দেশের প্রথম ছয় লেনের এই এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন।