• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

সরকারি চাকরিতে বেতন বাড়ানোর ফলে দুর্নীতি কমেছে: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০১৮, ১৭:৪৩

সরকারি চাকরিতে বেতন বাড়ানোর ফলে দুর্নীতি কমেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে দুর্নীতি কমেছে এবং আশা করা যাচ্ছে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে দুর্নীতি উল্লেখযোগ্যহারে কমে আসবে। সরকারের পক্ষে রাতারাতি দুর্নীতি কমানো সম্ভব নয়।

সোমবার এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা। আগামী ৭ জুন জাতীয় সংসদে এই বাজেট পেশ করা হবে।

তিনি বলেন, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, জ্বালানি ও বিদ্যুৎ এবং অবকাঠমো খাতকে প্রাধান্য দেয়া হবে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে সাফল্য দেখিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : তেল-গ্যাসের দাম বাড়তে পারে ২০ শতাংশ: বিশ্বব্যাংক
--------------------------------------------------------

অর্থমন্ত্রী বলেন,দেশে বর্তমানে দারিদ্র্য পীড়িত মানুষের হার প্রায় ২ দশমিক ৪ ভাগ। এই সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে অধিকতর মনোযোগ দিচ্ছে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বেশকিছু সমস্যা রয়েছে। তবে এসব ব্যাংক প্রান্তিক জনগণের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে থাকে।

বাংলাদেশে কর্পোরেট করের হার খুবই বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,এটা ক্রমান্বয়ে কমিয়ে আনার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের রপ্তানি হার বাড়াতে তৈরি পোশাক খাতের অবদান আরও বেশকিছু বছর বজায় থাকবে এবং বাইরের দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

ওই আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সদ্যস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আম্পায়ারে আপত্তি, আসলে কী ঘটেছিল মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচে?
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে কর্মীর নাচানাচি
সরকারি স্কুল খুলছে রোববার, যেভাবে চলবে ক্লাস
ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে
X
Fresh