• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩ বছর ট্যাক্স হলিডে চায় নারীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৮, ১৪:৪১

তিন বছর ট্যাক্স হলিডে বা সাময়িক ট্যাক্স মওকুফ চেয়েছেন নারী উদ্যোক্তারা। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে ব্যবসা শুরুর প্রথম তিন বছর এই সুবিধার দাবি জানানো হয়েছে।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেয় নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।

সভায় নারী উদ্যোক্তারা বলেন, পিছিয়েপড়া নারীদের সামনে এগিয়ে নিতে তাদের ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রথম তিন বছর ট্যাক্স হলিডে প্রয়োজন। এ সুবিধা দেয়া হলে সব শ্রেণির নারী উদ্যোক্তারা সমানতালে এগিয়ে যেতে পারবেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়বে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সঞ্চয়পত্রে সুদের হার কমছে না
--------------------------------------------------------

এসময় বিডব্লিউসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি সঙ্গীতা আহমেদ নারী উদ্যোক্তাদের পক্ষে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবগুলো হচ্ছে- আগামী অর্থবছরের বাজেটে নারীদের করমুক্ত আয় সীমা ৪ লাখ টাকা করা। আয়করের ক্ষেত্রে পরবর্তী স্লাবের নির্ধারিত মোট আয়করের উপর ৫০ শতাংশ রেয়াত সুবিধা দেয়া; যা সর্বোচ্চ ৮ লাখ টাকা আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমা‌নে নারী‌দের করমুক্ত আয় সীমা তিন লাখ টাকা র‌য়ে‌ছে।

আলোচনাসভায় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, বিডব্লিউসিসিআই সহ-সভাপতি সেলিনা কাদের প্রমুখ।

আরও পড়ুন :

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
মোবাইল ব্যবহারে দেশে পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা
স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেবে প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তারা : স্পিকার
X
Fresh