• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফ্রিল্যান্সারদের জন্য নতুন কার্ড আনলো ব্যাংক এশিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩২

মাস্টারকার্ড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘স্বাধীন’ নামের ফ্রিল্যান্সার কার্ড নিয়ে এসেছে ব্যাংক এশিয়া লিমিটেড।

সোমবার রাজধানীর একটি হোটেলে এ কার্ডের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিল্যান্সাররা এখন থেকে এ কার্ডের মাধ্যমে সরাসরি বৈধ উপায়ে তাদের আন্তর্জাতিক নিয়োগদাতাদের কাছ থেকে আয়ের অর্থ গ্রহণ করতে পারবে। মাস্টারকার্ডের স্থানীয়ভাবে ইস্যু করা এ কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সার অতি সহজে, নিরাপদ ও নির্বিঘ্নে বৈদেশিক মুদ্রায় তাদের কাজের অর্থ গ্রহণ করতে পারবেন।

‘স্বাধীন’ এ কার্ডে ফ্রিল্যান্সাররা তাদের আয়ের ৭০ শতাংশ পর্যন্ত মার্কিন ডলারে রাখতে পারবেন, যা পরবর্তীতে অনলাইনে কেনাকাটাসহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ লাখ ৫০ হাজার ফ্রিল্যান্সার রয়েছেন। এর মধ্যে ৫ লাখ কাজ করছেন মাসিক আয়ের ভিত্তিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান বলেন, স্বাধীন কার্ডটি ব্যাংক এশিয়া ও মাস্টারকার্ডের একটি চমৎকার উদ্যোগ। এটি আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ভীষণ জরুরি। নতুন এ কার্ড ব্যবহারের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন।

অনুষ্ঠানে বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবির বলেন, ই-কমার্সে বাংলাদেশ বর্তমানে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে। আমরা বিশ্বাস করি, মাস্টারকার্ডের মতো কোম্পানির সমর্থন ও সহায়তায় বেসিস দেশের ই-কমার্স খাতকে অধিকতর সমৃদ্ধি অর্জনের দিকে নিয়ে যেতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় ব্যাংক এশিয়ার সহযোগিতায় মাস্টারকার্ডের আরও নতুন চারটি ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh