• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

গরুর মাংস আমদানি হবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:২৯

ভারত বা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে গরুর মাংস আমদানি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বাজারে গরুর মাংসের দাম কমছে এবং আশা করছি আরো কমবে। অতীতের মতো হয়তো দাম কমাতে পারবো না, তবে ১-২ বছরের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসবো।

দেশে পর্যাপ্ত সংখ্যক গরু উৎপাদন হওয়ায় বিদেশে থেকে আপাতত আর আমদানির পরিকল্পনা নেই বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, আমাদের দেশীয় উৎপাদন যদি চাহিদা মেটাতে পারে তাহলে বিদেশ থেকে কেন (গরু) আমদানি করব? আমদানি হলে খামারিরা মার খাবে, সেটা নিশ্চয়ই করবো না। বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে, তিনিও বলেছেন এখন (গরু) আমদানির অনুমতি দেয়া হবে না।

সরকার কোরবানির পশুর চাহিদা পূরণ করতে পারছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন জাতের গরু এনেছি, যাতে এক হাজার কেজি পর্যন্ত মাংস হয়। এগুলো দিয়ে সারাবছর মাংসের চাহিদা মেটানো হবে। কোরবানির দিনে যে পরিমাণ পশু লাগে সারাবছর ওই পরিমাণ পশু দরকার হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
X
Fresh