• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে মা ইলিশ ধরায় ১৩ জেলে আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৬ অক্টোবর ২০১৮, ১৩:০৬

মানিকগঞ্জের পদ্মা-যমুনায় মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে এবার নদীতে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-৪ সিপিসি-২ এর উপ-সহকারী পরিচালক মেজর আব্দুল হাকিমের নেতৃত্বে ৩০ সদস্যের এক প্লাটুন ফোর্স স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা করে নদীতে অভিযান চালায়। অভিযানে ১৩ জেলেকে আটক ও প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এসময় মানিকগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক জেলেদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা, জেলখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
X
Fresh