• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বেনাপোল সীমান্তে ৫ কেজি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল সংবাদদাতা

  ২৬ অক্টোবর ২০১৮, ১২:৪৭

বেনাপোলের বারপোতা সীমান্ত থেকে পাঁচ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বারসহ সজিন হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকালে তাকে আটক করা হয়। আটক সজিন হোসেন শার্শা উপজেলার সাতমাইল এলাকার রেজাউল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার সকালে বারপোতা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে জানতে পারে বিজিবি। এসময় টহলদল সীমান্তে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ আটক করে সজিনকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচ কেজি ওজনের ৪০টি স্বর্ণের বার। উদ্ধারকৃত সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে জানায় বিজিবি।

উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টম হাউজে জমা দেয়া হয়েছে এবং আসামিকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল আরিফুল হক।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও বাড়ল স্বর্ণের দাম
যাত্রীর কাপড় পোড়ানোর পর মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
শাহজালাল বিমানবন্দরে সাড়ে চার কোটি টাকার স্বর্ণসহ আটক ১
বাড়ল স্বর্ণের অলংকারের মজুরি, দামে অস্থিরতার শঙ্কা
X
Fresh